দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন, দর্শক আপনাকে খুব মিস করেছে, কেন এই দূরে থাকা?
কই দূরে ছিলাম না তো, চলচ্চিত্রই তো আমার বসতবাটি, যেখানেই থাকি এর আশপাশেই রয়েছি, ও হ্যাঁ, বলতে পারেন কাজ থেকে একটু ছুটি নিয়েছিলাম, তাও আবার দর্শকের ভালোবাসা অনেকটা বাড়িয়ে দিতে। কথাটা না হয় একটু খুলেই বলি_ এক নাগাড়ে কাজ করতে করতে নিঃশ্বাস ফেলার জো পাচ্ছিলাম না। এ সুযোগে শরীরের গঠন লাগাম ছাড়া হয়ে যাচ্ছিল। তাই সাত-আট মাস কাঠ-খড় পুড়িয়ে শারীরিক সৌন্দর্য বাগে
আনতে হয়েছে।
এবার নতুন অপু বিশ্বাস নতুন রূপে নতুন পথে হাঁটবে, তাই না?
অবশ্যই, পৃথিবীটা প্রতিদিনই নতুন করে নতুন পথে হাঁটছে।
এর সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও হাঁটতে হবে। নইলে পিছিয়ে পড়ব। এবার একেবারেই ভিন্ন আঙ্গিক আর চরিত্রের চলচ্চিত্রে কাজ করছি। এরই মধ্যে সাতটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এর একটি হচ্ছে শাকিব খান প্রযোজিত চলচ্চিত্র 'হিরো দ্য সুপারস্টার'।
আসলে প্রতিটি কাজেই ভ্যারিয়েশন আছে।
শাকিবের ছবিতে দুই নায়িকা, এতে আপনার চরিত্র কতটা গুরুত্ব পাচ্ছে?
চমৎকার একটি চরিত্র। কাজ করার যথেষ্ট সুযোগ আছে। এতদিন যত চরিত্রে কাজ করেছি তার চেয়ে একবারেই আলাদা। আসলে অভিনয়ে চরিত্র বাছাইয়ের মতো নির্মাণেও গল্প নির্বাচনে শাকিব উন্নত রুচির পরিচয় দিয়েছেন।
চলচ্চিত্রটি মুক্তি পেলেই এর প্রমাণ পাবে দর্শক।
অভিনয় করাটা নিশ্চয়ই অপুর স্বপ্ন ছিল?
না, তেমনটা ছোটবেলায় ভাবিনি। আমি আসলে ডাক্তার বা আইনজীবী হতে চেয়েছিলাম। কেমন করে জানি ২০০৪ সালের দিকে আমজাদ হোসেন স্যারের 'কাল সকালে' ছবিতে ছোট একটা চরিত্র পেয়ে গেলাম। তারপর অভিনয়ের নেশা একটু একটু করে মনের ঘরে বাসা বাঁধল।
কিন্তু চলচ্চিত্রের ভূতটা ঘাড়ে চেপেছে ২০০৮ সালে 'কোটি টাকার কাবিন' মুক্তি পাওয়ার পর। চলচ্চিত্রটি হিট হলো, সবাই কাস্ট করতে শুরু করলেন। আমিও নিয়মিত হলাম।
চলচ্চিত্রের বর্তমান নির্মাণ আর প্রদর্শনে নিশ্চয়ই পূর্ণতা এসেছে?
হ্যাঁ, আমাদের চলচ্চিত্র এখন আন্তর্জাতিক অঙ্গনে সমানতালে এগিয়ে যাওয়ার অবস্থানে পেঁৗছেছে। গল্প, গান, নির্মাণ আর কারিগরি দিক দিয়ে অনেক উন্নত হয়েছে।
বলতে পারেন ঢালিউডের চলচ্চিত্র নিয়ে এখন আমরা গর্ব করতে পারি। পাশাপাশি আমাদের প্রেক্ষাগৃহগুলোও ডিজিটাল পদ্ধতিতে সমৃদ্ধ হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।