প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই , যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।
শিরোনাম দেখে ঘাঁবড়ানোর কিছু নেই । একটু পড়লেই বুঝতে পারবেন ।
রাজধানীর বাসা বাড়িতে কোনো মেস ,
কোয়ার্টার ,
ভাড়া দেয়া যাবে না কোনো ব্যাচেলর
ব্যক্তিকে ।
যারা আছেন তাদের আগামী সাত দিনের
মধ্যে বাসা ছেড়ে দেয়ার নির্দেশ
দিয়েছে পুলিশ ।
অনলাইনের
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের
খবরে এ কথা বলা হয়েছে ।
সম্প্রতি পুলিশের সদর দফতর
থেকে ডিএমপির থানাগুলোকে এমন
একটি নির্দেশনা দেয়ায়
বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট থানার
পুলিশ কর্মকর্তারা ।
সংশ্লিষ্ট থানার পুলিশ
কর্মকর্তারা বলছেন , নগরীর
বাসা বাড়িতে মেস
কোয়ার্টারগুলো এখন পুলিশের
মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ।
সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় বেশ
কিছু মেস কোয়ার্টার থেকে বিপুল
পরিমাণে বিস্ফোরক দ্রব্য
এবং বোমা তৈরির কারখানার সন্ধান
পাওয়ায় পুলিশের টনক নড়েছে । ওইসব
বাসায় আশ্রয়
নিয়ে হরতালে নাশকতা সৃষ্টির
পরিকল্পনার অভিযোগে জামায়াত-
শিবিরের বেশ কিছু নেতাকর্মীকেও
গ্রেফতার করেছে আইন-
শৃঙ্খলা বাহিনী ।
এ কারণে নগরীর
প্রতিটি থানা এলাকায়
কোনো কোনো বাসা বাড়িতে মেস
বা ব্যাচেলরদের ভাড়া দেয়া হয়েছে ।
তার একটি তালিকা ও
ইতোমধ্যে তৈরি করেছে নিজ নিজ
থানার কর্মকর্তারা । ওই
তালিকা অনুযায়ী অনেক
বাড়ি মালিককে ব্যাচেলরদের
উঠিয়ে দেয়ার নির্দেশও
দিয়েছে পুলিশ ।
এদিকে পুলিশের এমন সিদ্ধান্তের
কারণে অসন্তোষ দেখা দিয়েছে নগরীর
মেস কোয়ার্টার বাড়ি মালিকদের
মধ্যে । অন্যদিকে আইন-
শৃঙ্খলা বাহিনীর এমন নির্দেশনায়
মেস কোয়ার্টারের ব্যাচেলরদের
মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ আর
হতাশা ।
অনেকেই ইতোমধ্যে নিকটস্থ
আত্মীয়দের বাসায় ধরনা দিচ্ছেন ।
এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর হঠাৎ
এমন সিদ্ধান্তকে আইন বহির্ভুত
এবং মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য
করেছেন মানবাধিকারের
কয়েকটি সংগঠন ।
তারা বলছেন , জনগণের নিরাপত্তার
স্বার্থে বিকল্প চিন্তা করা উচিত ।
কতিপয় অপরাধীর কারণে এমন
ঢালাওভাবে সবাইকে ভোগান্তিতে ফেলা ,
এটা ঠিক নয় । এতে করে লাখ লাখ
ব্যাচেলর গৃহহীন হয়ে রাস্তায়
থাকতে হবে ।
কারণ পুলিশের
নিষেধাজ্ঞার কারণে কোনো বাড়ির
মালিক ব্যাচেলরদের মেস
ভাড়া দেবেন না ।
এদিকে এক
জরিপে দেখা গেছে নগরীতে প্রায়
৪৫ হাজার বাসা-বাড়িতে মেস
কোয়ার্টার আছে । এতে প্রায়
সাড়ে ১০ লাখ ব্যাচেলর বসবাস
করছেন । এরমধ্যে ছোট-বড় প্রায় চার
হাজার ৫৫৬টি মেস কোয়ার্টার
আইন-শৃঙ্খলা বাহিনীর
কড়া নজরদারিতে রয়েছে । বিভিন্ন
সময়ে ওইসব মেস কোয়ার্টারের
ব্যাচেলর সদস্যদের
গতিবিধি পর্যবেক্ষণ
করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায় ।
কথা এটা না , কথা হল অন্য কোনো শহর থেকে ঢাকা তে এসে পড়াশোনা করে বা চাকরি করে এমন মানুষের সংখ্যা কম না । কিছুসংখ্যক অপরাধীদের জন্য সবাইকে কেন ভোগান্তি পোহাতে হবে ? আর নাশকতা কি শুধু একজন ব্যাচেলর ই সৃষ্টি করতে পারে ? দুই তিনটা বাচ্চার জনক কি নাশকতা সৃষ্টি করতে পারে না ? কোনো ব্যাচেলরকে বাসা ভাড়া দেওয়া হবে না , তাহলে কি ঢাকায় বাসা ভাড়া নিতে হলে বিয়ে করতে হবে ? যে ছেলেটা ঢাকাতে এসেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করতে , ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে তাহলে তাকেও কি বিয়ে করতে হবে বাসা ভাড়া পাওয়ার জন্য ? আজব দেশের আজব আইন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।