দ্বাদশ ম্যাচে তৃতীয় ড্রয়ে (তিনটি ম্যাচ হেরেছেও তারা) ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যান ইউ।
২৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে আছে। লিভারপুল ও চেলসির ২৪ পয়েন্ট করে হলেও গোল গড়ে এগিয়ে থাকায় লিভারপুলের অবস্থান দ্বিতীয়।
চতুর্থ ও পঞ্চম স্থানেও একই অবস্থা। সমান ২২ পয়েন্ট হলেও সাউথহ্যাম্পটনের চেয়ে শ্রেয়তর গোল গড় চতুর্থ স্থানে রেখেছে গতবারের রানার্স-আপ ম্যানচেস্টার সিটিকে।
রোববার কার্ডিফ সিটি স্টেডিয়ামে ১৫ মিনিটের সময় ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির গোলে এগিয়ে যায় ম্যান ইউ।
৩৩ মিনিটে রুনির স্বদেশী ফরোয়ার্ড ফ্রেইজার ক্যাম্পবেল সমতায় ফেরান কার্ডিফকে।
তবে বিরতির ঠিক আগে ফরাসী ডিফেন্ডার প্যাট্রিস এভরা আবার এগিয়ে দেন ইপিএলের সফলতম ক্লাবকে।
২-১ গোলে এগিয়ে থাকা ম্যান ইউ যখন ৩ পয়েন্ট নিয়ে ফেরার স্বপ্নে বিভোর ঠিক তখনই স্বপ্নভঙ্গ।
ইনজুরি সময়ে কোরিয়ান মিডফিল্ডার কিম বো-কিউংয়ের লক্ষ্যভেদে মূল্যবান একটি পয়েন্ট নিশ্চিত হয়ে যায় স্বাগতিক দলের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।