আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা ছেলে মেয়ের সমান অধিকার। সুতরাং যদি ঝাড়ি মারি সেখানেও সমান রাখতে হবে। ছেলে হলে ঝাড়ি দিবো আর মেয়ে হলে ঝাড়ি না দিয়াই কমপ্লেইন করবো সেটাতো হতে পারেনা। তবে বাংলায়ানের কাস্টমার কেয়ারের লোকজন হয়ত জানে আপুদের ঝাড়ি দেয়া কঠিন পোলাদের চাইতে । তাই সব রাখছে মেয়ে।
বাজে সার্ভিসের জন্য ফোন করে ঝাড়ি দেবার নিয়তে অনেকেই ফোন করে কিন্তু মেয়ে দেখে অনেকেই দেয়না (আমার মনে হয়)।
৭-৮ দিন ধরে নেট ডিসকানেক্ট হয়না। কিন্তু নেট ডিসকানেক্টের মত হয়ে যায়। পেজ লোড হয়না আবার কিছুক্ষণ পর আবার ঠিক । আবার কিছুক্ষণ পর সেম অবস্থা।
তাই আজকে ফোন করার সময় ভাবছি ফোন দিলে ছেলে ধরুক আর মেয়ে ধরুক সমান ঝাড়ি দিবো। কারন ছেলে মেয়ের সমান অধিকার। সুতরাং ঝাড়ি খাবার বেলায়ও সমান থাবে। পোলা হইলে ঝাড়ি আর মাইয়া হইলে ঝাড়ি দিবো মারবো না এইটা হতে পারেনা। মেয়েদের কে তাইলে ঝাড়ি খাবার অধিকার থেকে বঞ্চিত করা হয়।
একজন সচেতন মানুস হিসাবে আমি তা কোন ভাবেই করতে পারিনা। পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তন আনার প্রথন ধাপ আজকে শুরু করে দিলাম। ফোন করার পর যথারীতি মেয়ে ধরল। আমি দিলাম ঝাড়ি।
গালি দেইনাই ঝাড়ি দিছি। তয় ঝাড়ি দেবার পর বুঝলাম বৃথা গেছে। তার ঝাড়ি বুঝবার মত বুদ্ধিনাই। আমি বললাম নেটওয়ার্কের কাজের জন্য যদি আমাদের বেশির ভাগ সময় নেটের সমস্যা ফেস করতে হয় তাহলে যে মাসে নেটওয়ার্কের কাজ চলবে সেই মাসে আমাদের মাসিক ফি অর্ধেক করে ৭০০ টাকা নিচ্ছেন না কেন? উত্তরে আমাকে বলে আমি তাইলে ৭০০ টাকার প্যাকেজ ইউজ করিনা কেন? কি কমু আর কন। যদি কেও বাংলালায়নের কাজ করেন এমন থাকেন তবে বলি দয়া করে কেয়ায়ের এমন লোক নিয়গ দেন যাদের ঘিলুতে কিছু আছে।
৫-৬ মিনিট কিউইতে থেকে এরকম ফালতু কাস্টমার সার্ভিস পেতে ভালো লাগেনা। দেশে কি মেধাবীর অভাব আছে যে এরকম জার বুদ্ধি হাঁটুর কাছে তারে নিয়গ দেন???
ছেলে হোক মেয়ে হোক ঝাড়ি খাওয়ার ক্ষেত্রেও সবার অধিকার সমান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।