আমাদের কথা খুঁজে নিন

   

এবার গন ধর্ষণের শিকার ১৭ বছরের এক নাবালিকা

হাসি খুশি এক দুখী ছেলে একের পর এক এটা কি শুরু হল দেশে? ৩০ লক্ষ শহীদ কি এমন একটা দেশ পাওয়ার জন্য তাদের জীবন উৎসর্গ করে ছিলেন? দেশে যেভাবে সিরিয়াল ধর্ষণ শুরু হয়েছে তা কোথায় গিয়ে থামবে? আগামী কাল একই ভাবে কে তার বোন, কে তার মেয়েকে হারাবে? এমন হাজারটা প্রশ্ন মনে উকি দেয়। এসব কি শুধুমাএ ব্যাক্তি লালসার ফল? নাকি কোন চক্র এর পেছনে? যে চক্র দেশবাসির মন অন্য দেকে ঘুরানোর চেষ্টা করছে? তা শুধু গড-ই তা জানেন। আজকের পত্রিকায় আবারও একটি গন ধর্ষণের খবর পেলাম। এবার ধর্ষণের শিকার কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর মহচনীয়াপাড়ার ১৭ বছরের নাবালিকা। দুর্বৃওরা ভোররাতে মেয়েটার মা-বাবা-ভাইয়ের অনুপুস্তিতিতে তার ছোট বোন কে বেধে পালাক্রমে ৭-৮জন ধর্ষণ করে।

এবং শেষে তাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে। ভাবা যায়? জানিনা এখনও পুলিশ কাউকে ধরতে পেরেছে কিনা। যতদিন না ধর্ষক দের আইন আরও strict হচ্ছে ততদিন আমাদের আরও এমন নোংরামো দেখতে হবে। তাই সরকারের উচিত শুধু ধর্ষক দের না ধরে, ভবিষ্যৎ’তে যাতে এমন কুকর্ম আর কেউ করতে সাহস না পায় সে জন্য আইন টা আরও কঠিন করা। এজন্য সরকার দক্ষিন কোরিয়ার আইন ফলো করতে পারে।

যেখানে ধর্ষক কে রাসায়নিক প্রয়োগে খোজা করে দেওয়া হয়। শুধু দক্ষিন কোরিয়ায় নয় এমন আইন ডেনমার্ক, জার্মানি, সুইডেনের মত উন্নত দেশেও প্রচলিত। জানি এতে মানবাধিকার কর্মীরা গলা উচু করে তার বিরুধিতা করবে। সরকারের তাতে কান না দিলেই হয়। এমনিতেই তো আমাদের সরকার অনেক কিছুতেই কান নাদিয়ে থাকতে পারেন।

নাহয় দেশের লাখো নারীর জন্য আরেকটু কঠিন হলেন। তাতে যদি এমন অমানুষিক কাজ কমে তাতে দোষের কি? আমার মনে হয় এমন আইন করলে দেশের সর্ব স্তরের মানুষ সরকারকে সমর্থন করবে। এক কথায়, আমরা চাই মেয়েদের উপর ধর্ষণ বন্দ হোক, যাতে মেয়েরা টেনশন ফ্রি ভাবে তাদের জীবন কাটাতে পারে। @madboy ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.