আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধে বাস বন্ধ, ভোগান্তি

মঙ্গলবার সকালে অবরোধ শুরুর পর রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়েও কোনো বাস যাওয়া আসা করছেন। তবে হিউম্যান হলার, অটোরিকশাসহ ছোট যানবাহন্ চলাচল করছে বলে যাত্রাবাড়ী থানার এস আই এমরানুল ইসলাম জানান।
যাত্রী কম থাকায় সদরঘাটে লঞ্চও চলছে তুলনামূলকভাবে কম।
বিআইডিব্লিউটিসির টিআই মাহফুজুর রহমান জানান, দেশের দক্ষিণাঞ্চল থেকে আগের রাতে ছেড়ে আসা ৩৩টি লঞ্চ ভোরে ঢাকার সদরঘাটে ভিড়েছে।

আর সকাল ৮টা পর্যন্ত চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে তিনটি লঞ্চ।
সকালে সদরঘাটে পৌঁছে যানবাহন না পেয়ে অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েন।    
বিরোধী দলের কর্মসূচির কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হলেও দিনের প্রথমভাগে গণপরিবহনের সংখ্যা ছিল একেবারেই কম।   
বিভিন্ন সড়কে অটোরিকশা, হিউম্যান হলার ও রিকশা চলাচল করলেও বাস না পেয়ে বিভিন্ন মোড়ে অফিসগামী যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বহু মানুষকে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায়।

 
লালবাগ পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আবদুস সালাম জানান, সকাল থেকে বিরোধী দলের কোনো মিছিল বা কোনো গোলযোগের খবর তিনি পাননি।  
“কোনো ঝামেলার খবর এখনো পাইনি। বাস না চললেও ছোট পরিবহনে মানুষ চলাফেরা করছে। ”
নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন রেখে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সোমবার রাতে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ চলবে।


‘একরতফা’ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দেশ অচল করে দেয়ার হুমকি ছিল বিরোধী দলের।
তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় ১৮ দলের পক্ষে সংবাদ সম্মেলনে এসে বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আমরা প্রত্যাখ্যান করছি। ”
তফসিল ঘোষণার পরপরই রাজধানীসহ বিভিন্ন স্থানে বোমাবাজি ও গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ শুরু হয়। ঢাকায় হুড়োহুড়ির মধ্যে বাসচাপায় নিহত হন এক রিকশাচালক। গভীর রাতে পাবনা রেলস্টেশনে দুটি ট্রেনে আগু্ন দেয় দুর্বৃত্তরা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।