হাজার খানেক শিক্ষার্থীর অবস্থানের কারণে শনিবার সকাল থেকে ঢাকা-রাজশাহী মহাসড়কের প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।
কোটাবিরোধী শিক্ষার্থীরা গত বৃহস্পতিবারও ওই মহাসড়ক কয়েকঘণ্টা অবরোধ করে রেখেছিল।
গত সপ্তাহে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল কোটার ভিত্তিতে প্রকাশের পর অনুত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে রাজথে নেমে আসে। বুধবার রাজধানীর শাহবাগে দিনভর সড়ক অবরোধ করে তারা।
পরদিন রাজশাহীসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করলেও ঢাকায় পুলিশি বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায়।
বিক্ষোভের মুখে সরকারি কর্মকমিশন (পিএসসি) বুধবার ফলাফল স্থগিতের সিদ্ধান্ত জানানোর পরও কোটাবিরোধীদের আন্দোলনে থাকায় এর পেছনে ইসলামী ছাত্রশিবিরের ইন্ধন রয়েছে বলে দাবি করেছে বিভিন্ন সংগঠন।
রাজশাহীতে বিক্ষোভরত সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোটা প্রথার কারণে মেধার মূল্যায়ন হচ্ছে না। এর প্রতিবাদস্বরূপ আমরা কর্মসূচি চালিয়ে যাব। ”
ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে অবরোধ করার কথা ছিল শিক্ষার্থীদের।
কিন্তু তার আগেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং শিক্ষার্থীদের কর্মসূচি পালনে নিষেধ করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের সঙ্গে বাক-বিতণ্ডা হয় বিক্ষোভকারীদের। পরে ১৫ মিনিটের জন্য কর্মসূচি পালনের অনুমতি দিয়ে ফটক খুলে দেয়া হয়।
কিন্তু বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়ক ছাড়েনি শিক্ষার্থীরা। আন্দোলনরতরা রাস্তার দুপাশে অবস্থান নিয়ে আছে।
বিপুল সংখ্যক পুলিশও সেখানে অবস্থান নিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।