আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধে অচল ইউক্রেন

ইউক্রেন চলমান সরকারবিরোধী আন্দোলনকারীদের অবরোধের মুখে অচল হয়ে পড়েছে। হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কিয়েভে প্রচন্ড ঠাণ্ডা উপেক্ষা করে বিক্ষোভ করছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকা সত্ত্বেও মানুষ বিক্ষোভ করে যাচ্ছে। তাবু গেড়ে রাস্তায় রাত কাটাচ্ছে।

এদিকে গত মঙ্গলবার শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দিন দিন নিয়ন্ত্রণহীন পড়ছে।

গতকাল রোববার কয়েক লক্ষ লোক রাস্তায় নেমে এসেছে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ঐতিহাসিক সহযোগিতা চুক্তি বাতিল করার পর এই বিক্ষোভ শুরু করে ইইউপন্থীরা। রাশিয়ার দ্বারা প্রভাবিত হয়েই ইইউ’র সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে এমন অভিযোগ এনে বিক্ষোভকারীরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের পদত্যাগ দাবি করে আসছে। আন্দোলনকারীরা রাশিয়ার সঙ্গে নয়, ইইউ’র সঙ্গে সুসম্পর্ক চায়। এজন্য তারা প্রধান সরকারি ভবন ঘিরে রেখেছে।

এদিকে রোববার বিক্ষোভের একপর্যায়ে কিয়েভে সাবেক সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের ভাস্কর্য গুঁড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

বলা হচ্ছে,  ২০০৪ সালে ‘অরেঞ্জ রেভ্যুলেশন’ এর পরে এটিউ ইউক্রেনের সবচেয়ে বড় বিক্ষোভ। এদিকে এই বিক্ষোভ থেকে যেকোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে রাজধানীতে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।