আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধে অসুবিধা হবে না: সিইসি

ভোটের তিন দিন আগে বৃহস্পতিবার চূড়ান্ত প্রস্তুতি রাষ্ট্রপতিকে জানানোর পর তিনি সাংবাদিকদের বলেন, “ভোটের আগে অননুমোদিত যান ছাড়া অন্য যানবাহন চলতে পারে না।
“কাজেই অবরোধের কারণে ভোট গ্রহণে কোনো অসুবিধা হবে না। ”
দশম সংসদ নির্বাচনে আগামী রোববার ১৪৭টি আসনে নির্বাচন হবে। বিরোধী দলবিহীন এই নির্বাচনে বাকি ১৫৩ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচন ঠেকাতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছে, যদিও এতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছাড়া অন্য সব কিছুই প্রায় সচল রয়েছে।


বঙ্গভবন থেকে বেরিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, সাংবিধান অনুযায়ী নির্বাচনের সব বন্দোবস্তু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে যেতে-আসতে ভোটারদের জন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
“আগামী ৫ জানুয়ারি নির্বাচন। সেই নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ব্যবস্থা নিয়েছি। আইনী বাধ্যবাধকতার মধ্যে তা এগিয়ে নিয়ে যেতে হবে।


ফাইল ছবি

“ভোটারদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে। যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাই নিয়েছি আমরা। ”
ফাইল ছবি
নির্বাচনকে কেন্দ্র করে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সশস্ত্রবাহিনী ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। এতে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে বলে আশা রাখেন সিইসি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৯ জানুয়ারির পরও সেনাসদস্য থাকবে কি না, তা তখনকার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত হবে।


চার নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ ও ইসি সচিব মোহাম্মদ সাদিককে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন সিইসি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।