আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানেজ গেমের মাইনকা চিপায় জামায়াত বিএনপি



যেহেতু টিকফা চুক্তি স্বাক্ষরের অধিকার এ সরকারের নেই এবং তারপরও তারা এটি করেছে এবং যেহেতু ভবিষ্যতে যেকোন সরকার একে অবৈধ চুক্তি বলে বাতিল করে দিতে পারে সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের এখন দায়িত্ব হয়ে পড়েছে তাদের স্বার্থবাহি এ চুক্তিকে টিকিয়ে রাখার জন্য এ সরকারকে যুগ যুগ ধরে ক্ষমতায় টিকিয়ে রাখার ব্যবস্থা করা। আর জনগনকে বাদ দিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রেরই দিনরাত পা চাটছে বিএনপি জাময়াত ক্ষমতায় আসার জন্য । দর কষাকষি এবং প্রতিযোগিতা চলছে ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ক্ষমতায় আসার জন্য কে কত বেশি দাসখত দিতে পারে, কে কত বেশি দেশকে বিলিয়ে দিতে পারে, কে কত বেশি দেশকে উজাড় করে দিতে পারে লুটপাটের জন্য ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় আরোহনে সহায়তাকারী প্রভুদের পায়ে। প্রতিযোগিতা চলছে কে কত বেশি মীরজাফর হতে পারে, কে কত বেশি লেন্দুপ দর্জি হতে পারে, কে কত বড় গোলাম হতে পারে, কে কত বেশি নির্মম হিংস্র হতে পারে ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতা আরোহনের জন্য। গত ৫ বছরে বিএনপি জামায়াত জনগনের কোন ইস্যুতে কোনদিন কোন আন্দোলন সংগ্রাম করেনি, দেশ ও জনগনের জীবন মরনের কোন ইস্যুতে সোচ্চার হয়নি-শুধু ক্ষমতায় যাবার তত্ত্বাবধায়ক ইস্যু ছাড়া।

কিন্তু এই ইস্যুতেও তারা কখনো জনগনকে সাথে নিয়ে তেমন কোন বড় আন্দোলন গড়ে তোলেনি। বিএনপির প্রতি বিপুল জনগোষ্ঠীর বিপুল সমর্থনের কোন তোয়াক্কা তারা না করে সবসময় প্রভুদের ম্যানেজ করে ম্যানেজ গেমের মাধ্যমে ক্ষমতায় আসার ধান্ধা করেছে আর পা চাটছে। আজ যুক্তরাষ্ট্রকে বর্তমান সরকার টিকফা চুক্তির মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করছে। তাই এ প্রভুর কাছে এখন বিএনপিকে হয়ত দাসখত দিতে হবে তারা ক্ষমতায় আসলে এ চুক্তি তারা টিকিয়ে রাখবে কিনা সে মর্মে। অন্যথায় যুক্তরাষ্ট্র হয়ত এই সরকারকেই রক্ষা করবে চুক্তি টিকিয়ে রাখার জন্য।

দেখুন দেশ বিরোধী এতবড় চুক্তির বিরুদ্ধেও আজ তাদের একটি কথা উচ্চারনেরও হিম্মত নেই; এমনভাবেই তারা ক্ষমতা আরোহনের ম্যানেজ গেমের মাইনকা চিপায় আটকা পড়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.