আমাদের কথা খুঁজে নিন

   

জাতী আজ রক্তাক্ত , কেন ?



একটি দেশের সরকার কে নিরপ্রেক্ষতা অর্জন করা গনমানুষের এক্য ও শান্তি । ************ নিজ স্বার্থ কে দলের স্বার্থে ব্যবহার , আর দলের স্বার্থ কে দেশের জন্য উপযোগ সৃষ্টি , গন মানুষের ভাগ্য উন্নয়ন । যে কোন দেশের গনতান্ত্রিক সব দল সব গোত্র মিলে দেশের সরকার কে সহযোগিতা করাই রাস্ট যন্ত্রের চালিকা শক্তি । আর দেশের মুল সব প্রতিষ্ঠান , সরকার ব্যবস্থাপনার একটি শক্তি শালী গুরুত্ত পূর্ণ এক্যর প্রতিক । এক কথায় সব মিলেই রাস্ট এবং সরকার ।

জনগণের প্রতিনিধি যারা হন ' তারা সব সময় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এবং তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রাস্টের চালিকা শক্তি নিয়ে মাটে কাজ করেন । এজন্য সরকারের গনপ্রতিনিধি দের অবশ্যই দল মত নির্বিশেষে সব কিছুর উদ্ধে দৃষ্টি কে দেশের সব মানুষের জন্য সমান ভাবে প্রসারিত রাখাই রাস্টের এক্য ও নিরাপত্তা । বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে সব দেশের সহিত সম্পর্ক স্থাপন এবং যোগাযোগ বিশ্ব শান্তির মডেল । গুনে ধরা যুগ , গুনে ধরা সমাজ থেকে উন্নত যুগের সুচনায় জ্ঞানে, বিজ্ঞানে , মেধা , মননে শুরু হোক আমাদের নবযাত্রা । বিকশিত হোক মানুষের চিন্তাদ্বারা যত সব ভালোয় ।

। সহিংসতা নয় এক্য স্থাপনের মাধ্যম হিসাবে অন্ধ রাজনীতি পরিহার চাই । । কবি ও সমাজ বিজ্ঞানী ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.