সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রণয়ন করা নতুন একটি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে মিসরের জনগণ। তাদের ছত্রভঙ্গ করতে অভিযান চালিয়েছে পুলিশ। এদিকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার বিক্ষোভকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে। সরকার এ অস্থিতিশীলতার জন্য আলা আবদেল ফাতাহ ও আহমেদ মাহের নামের দুই ব্যক্তিকে দায়ী করে তাদের আটকের নির্দেশ দিয়েছে। এ দুজন সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এদিকে মঙ্গলবার দেশটির রাজধানী কায়রোতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। সিএনএন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।