আমাদের কথা খুঁজে নিন

   

***ভ্রমন ব্লগঃ মালয়েশিয়ার রূপের মাঝে যেন হারিয়েছিলাম কিছুটা দিন ***

**তবুও কিছু কথা না বলাই থেকে যায়** হুট করেই একদিন সিদ্ধান্ত হল যে আমরা কয়েকজন মালয়শিয়া যাবো। খুব বেশি এক্সাইটেড ছিলাম!! যাওয়া হবে কি হবে না এটা নিয়েও অনেক চিন্তায় ছিলাম। বেশ কয়েকবার যাওয়া বাতিল ঘোষনা হল আবার বলা হল যাবো!! এমন করতে করতে অবশেষে ১৭ দিনের জন্য বেশ কয়েক দিনের জন্য ঘুরে এসেছিলা মালেশিয়া থেকে । ব্লগে ছবি পোস্ট করবো ভেবে ম্যামোরী কার্ড খালি করে নিয়ে গিয়েছিলাম আর ফুল করে নিয়ে এসেছি এত ছবি তুলেছি যে বেছে বেছে ব্লগে কোনগুলা পোস্ট করবো ভাবতেই আরেকটুর মাথা ঘুরায় যাচ্ছিলো অতি কষ্টে পোস্ট করার মতন কিছু ছবি সিলেক্ট করেছি। !! পঁচা হলেও সবার জন্য বলা বাধ্যতামূলক যে আমার তোলা ছবিগুলা সুন্দর হয়েছে ছবি পোস্ট করা ইশটার্ট করলাম কিন্তুক ১ সারা রাত জার্নী করে এয়ার পোর্টে পৌছে যেন ঘুমে মরে যাচ্ছিলাম।

আর তাই টেবিলে মাথা রেখে ঘুমায় ঘুমায় এক খান ফটুক তুললাম মালেশিয়ান এয়ার পোর্টের ২যেখানে উঠেছিলাম সেই খানের বাইরের ভিঊ। মারাত্মক সুন্দর !! ৩ এল আর টি ট্রেনে করে যাচ্ছিলাম টুইন টাওয়ার দেখতে। সামনে দাঁড়িয়ে বৃষ্টির মাঝে বাহিরটা ছিলো দেখার মত । ৪ ক্রিসমাস উপলক্ষে প্রতিটা মল সাজিয়েছিলো সেই রকম। !! ৫ কেও বলতে পারবেন এইটা কি দিয়ে বানিয়েছে ?? জুতো দিয়ে করেছে! অদ্ভূত সুন্দর ছিলো এই জিনিসটা ! ৬ মলের ভেতরে ক্রিসমাসে গান গাচ্ছে।

৭ পানির নৃত্য ছিলো দেখার মত ৮ ৯ ১০ ১১ রাতের রঙ বেরং এর পানির ড্যান্স ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ জায়গাটা এত সুন্দর যে বেশ অনেক বারই এই জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম ১৮ ১৯ চাঁদের সৌন্দর্য আর টাওয়ারের সোউন্দর্য এক সাথে তুলে ধরার ব্যর্থ প্রচেষ্টা ২০ এই আঁকিয়েদের দেখে অবাক হয়েছিলাম চ্রমভাবে। কি করে হুবহু একটা মানুষের ছবি দেখে দেখে এঁকে ফেলে বুঝিনা !!! ২১ ২২ গুন রে গুন !!! ২৩ অদ্ভুত সুন্দর আকাশ!! ২৪ আকাশ ছুয়ে যায় যেন !! ২৫ পুত্রাজায়া ২৬ মেটালের তৈরী গেইট। ছবিতে যতটুকু না সুন্দর লাগছে তার চেয়ে বাস্তবে দেখে সৌন্দর্য উপভোগের চেয়ে অবাক হবে যাবার মত গেইট টা !! এত বিশাল আর চওড়া গেইট আর কোথাই নেই মনে হয় !! ২৭ মালেশিয়ান ব্রাইডের ছবি !! এই ছবি তোলার সময় দুই জন ব্লগারের কথা মনে পড়েছিলো যারা কিনা শুধু বউ বউ করতো ২৮ মারাত্মক সুন্দর একটা ব্রীজ!! কিন্তু নাম ভুলে গেছি ২৯ পোর্ট ডিকসন বীচ। কিন্তু আমার পছং হয়নাই। এর চেয়ে কক্সবাজার বীচ হাজার গুনে সুন্দর ৩০ সেই বীচটাই ৩১ সব শেষে এক খান মালে শিয়ান মিউ মিউ এর ছবি আপলোডাইলাম।

এমুন লম্বা হইয়া শুয়ে ছিলো যে চ্রম হাসি পাইছিলো বহুত ছবি আপলোডাইলাম । এখন আর না !! কিন্তু সামনে আরও আরও জটীল সব ছবি নিয়া হাজির হব আপনাদের সবার প্রিয় কিংবা অপ্রিয় এই আমি টিল দেন বালা থাইকেন বেকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।