আমাদের কথা খুঁজে নিন

   

অনন্য কীর্তি গড়ল বায়ার্ন

সিএসকেএ মস্কোকে গত রাতে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ের মধুর স্বাদের পর এবার আরেকটি অনন্য কীর্তি গড়ল দলটি।

ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে টানা ৯ ম্যাচ জয়ের আগের রেকর্ড ছিল বায়ার্নের কোচ পেপ গার্দিওলার সাবেক দল বার্সেলোনার।

টানা চার ম্যাচ জিতে ‘ডি’ গ্রুপ থেকে নক-আউট পর্ব নিশ্চিত করেছে আগেই। এ জয়ের সুবাদে বায়ার্নের গ্রুপের শ্রেষ্ঠত্ব প্রাপ্তিও প্রায় নিশ্চিত।

সিএসকেএ’র মাঠে ১৭ মিনিটে ডাচ ফরোয়ার্ড আরিয়েন রোবেনের গোলে এগিয়ে যায় টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার মারিও গোটসে।

পাঁচ মিনিট পর স্বাগতিকদের জাপানি মিডফিল্ডার কেইসুকে হোন্ডা পেনাল্টি থেকে ব্যবধান কমালেও ৬৫ মিনিটে ফরোয়ার্ড টমাস মুলারের সফল পেনাল্টি জয় নিশ্চিত করে দেয় চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।