সংঘর্ষ, রেলপথে নাশকতা ও ভাঙচুরের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো সারা দেশে ৭১ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ চলছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ কর্মসূচির ডাক দিয়েছে ১৮-দলীয় জোট।
পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলার তেলিখালী এলাকার মহাসড়কে আজ সকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনসার উদ্দিন জানান, সকাল সাড়ে সাতটা থেকে এ সংঘর্ষ শুরু হয়। চলে ঘণ্টাব্যাপী। পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ৫০টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
চাঁদপুর: সকালে চাঁদপুর শহরের কোর্ট স্টেশন এলাকায় রেললাইনে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে স্টেশন এলাকার পাশের রেল ব্রিজে পাটাতনের কিছু অংশ পুড়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, অবরোধে পিকেটিংয়ের সময় চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করা হয়েছে।
কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার মণ্ডল ফিলিং স্টেশনের সামনে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে পেট্রোল ঢেলে আগুন জ্বেলে দেয় অবরোধকারীরা। এ সময় ওই পথ দিয়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
তবে কাউকে আটক করা যায়নি। কুষ্টিয়া থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। পোড়াদহ-গোয়ালন্দ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বগুড়া : বগুড়া সদর উপজেলার সাতিয়ানতলা এলাকায় গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ৭২ ফুট রেললাইন কেটে ফেলে অবরোধকারীরা। এতে করতোয়া, লালমণি, রংপুর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন আটকা পড়ে।
সকাল নয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া রেলস্টেশনের তত্ত্বাবধায়ক বেলাল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেললাইন কেটে ফেলা হয়। এ কারণে প্রায় সাড়ে সাত ঘণ্টা সান্তাহার-লালমনিরহাট পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলপথ মেরামত শেষে সকাল নয়টার দিকে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, চারটি ট্রেনে এক হাজারেরও বেশি যাত্রী ছিল।
এ যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছে।
(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের পটুয়াখালী প্রতিনিধি, চাঁদপুর প্রতিনিধি, কুষ্টিয়া অফিস ও বগুড়া প্রতিনিধি)
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।