আমাদের কথা খুঁজে নিন

   

জোছনার নীল আলোতে তোমার সাথে আমার এক কাপ চা

মনের না বলা কথা বলতে চাই

-চা খাবেন ? #লোভ দিয়ে কি লাভ তোমার ? -আমি কিন্তু সুন্দর চা বানাই # জানি কোন দিন পান করা হবেনা .... কারণ অজানা স্বাদ মুখে নিয়ে থাকতে চাই সারাজীবন । অজানা কিছুর প্রতি মানুষের ভালোবাসা সবথেকে বেশী । -কবির সব কথায় কবিত্ব । যদি ভাগ্যে থাকে হবে একদিন চা পান। যেদিন হবেন আমার বাড়ির মেহমান।

# সেই দিন পূর্ণিমার রাতে নীল চাঁদ উঠবে...তবে আকাশে কোন তাঁরা থাকবে না। শুধু থাকবে একটা পরীর হাজার রকম প্রতিচ্ছবি । -কারণ...সেদিন আসবে আমার অন্যতম প্রিয় কবি...শুনবো তার কাছে তার রাজকুমারীর গল্প। এর মাঝে চা পান হবে অল্প অল্প। #চা কিন্তু সেইদিন গরম খাওয়া হবেনা ।

আকাশের চাঁদ আর প্রতিচ্ছবি দেখতে দেখতে চা ঠাণ্ডা হয়ে যাবে। -মোটেই না...অল্প অল্প চুমুকে পান করবো চাঁদের আলো মেশানো চা ... আকাশের চাঁদটা ধরা দেবে আমার ঠোটে । #না দিবে না । তাতে চাঁদের আলোর মায়া কেড়ে নেবে চায়ের স্বাদ,আর চায়ের স্বাদ কেড়ে নেবে চাঁদের আলোর মায়া । -না চা আর চাঁদ দুটি অতি প্রিয়।

অনুভূতিতে মিশে আছে খুব। কল্পনা বিলাসী এই আমি করবো যা খুশি। আর আমার মুখের কথা না হয় হয়ে গেলো চুপ । # সে কি সম্ভব ? চুপ হয়ে গেলে ... কণ্ঠ থেমে গেলে তো চায়ের স্বাদ আর চাঁদের সৌন্দর্য এক ঘেয়ে হয়ে যাবে যে... চাঁদের সৌন্দর্য আর চায়ের স্বাদের সাথে তো সুর আর টান লাগবে । -কল্পনার নৌকা ভিড়েছে বাস্তবের তীরে ...এলাম সেই জগতে আবার ফিরে ...আমার আমি হারিয়ে গেলাম নির্মমতার ভিড়ে।

#এমন চাঁদের সৌন্দর্যে তুমি নির্মম হতেও পারবে না তুমি । -কতটা নির্মম হতে পারি তা শুধু জানি আমি । # এতো কিছু নিয়ম মেনে চললে কি হবে বোলো ? -হবে না ...পড়তে হবে এখন ... আপ্নিও পড়তে বসেন...ভালো থাকবেন । বাই # আচ্ছা । ভালো থেকো ফুল মিষ্টি গোলাপ এতো কিছু সব পাগলের প্রলাপ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।