আমাদের কথা খুঁজে নিন

   

অসমাপ্ত পান্ডুলিপি



আমার কিইবা করার ছিল ?তোমাতে মুগ্ধ হওয়া ছাড়া ২য় কিছু করার ছিল না । তোমাতে কে না মুগ্ধ হয় ;বল?যেখানেই যাও চাঁদের হাট বসে । তোমার রসবোধ, প্রকৃতির মত উদারতা, ঝরণা ধারার মতউচ্ছলতা অন্যদের থেকে সহজে আলাদা করা যায় সাথে একহারা গড়ন, পৌরুষদিপ্ত চেহেরা, ভরাট কন্ঠ! প্রকৃতি তোমায় গড়তে এতটুকু কৃপণতা দেখায়নি । এমন মানুষের চারপাশ গুণমুগ্ধদের দখলে থাকাটায় স্বাভাবিক সেই ভীড় ঠেলে তোমার দেখা পরম অরাধ্য বস্তু । সেই অরাধ্য দখলে নেয়ার প্রচেষ্টা তাই সযত্নে সংবরণ করে চলছিলাম ।

লাইব্রেরী করিডোরে হঠাৎ চোখাচোখি হওয়াটায় জল ঢেলে দিল সেই শাসনের উপর । একান্নবর্তী পরিবারের মেয়ে হয়ে নির্দিষ্ট গণ্ডির মধ্যে যার বেড়ে উঠা তার কাছে কলেজ আঙ্গিনা অনেক দুরের বাতিঘর । স্বপ্ন তাই নীল প্রজাপতি হয়ে ডানা মেলে ইতিউতি উড়তে লাগল যেদিন হতে পাঁ পড়ল স্বপ্নের আঙ্গিনায় । এক ঘোরের মধ্যে থাকা, নিজের মধ্যে নিজে হারিয়ে যাওয়া !বয়সটাও এরখম অযাচিত পাগলামী গুলো উসকে দেয় সময়ে অসময়ে । চোখাচোখি হওয়ার সময়টুকুই পৃথিবীর তাবৎ ঘড়ি যেন বন্ধ হয়ে গেল ।

বুকের ভেতর ধ্বক ধ্বক করে কি একটা যেন বাঁজে । আচ্ছা ভাললাগার মানুষগুলোর সামনে প্রথমবার মুখোমুখি হওয়ার অনুভূতি কি এমনি হয় সবার । পৃথিবীর সকল লজ্জ্বা এসে ভর করল আমার উপর । তৃতীয় নয়ন মেলে তার পানে থাকালাম ক্ষণিকের জন্য । সেই ঠোঁটে দৃশ্যমান হল এক দূর্ভেদ্য হাসি যে হাসির পাঠোদ্ধার আজও করা হয়ে উঠেনি ।

এক অব্যক্ত ভালোলাগা নিয়ে বাড়ী ফিরলাম । মানুষের যখন তার স্বপ্নের আশেপাশে বিচরণ করে তার কথা, অভিব্যক্তি দ্রুত বদলে যায় । এই পরিবর্তন কাছের মানুষগুলোর নজর এড়ায় না । ছোট চাচী বয়সে কাছাকাছি হওয়ায় অনেকটা বান্ধবীর মত । বইয়ের মাঝে মুখ গুজে তার ভাবনায় হারিয়ে যাওয়ার এক সন্ধ্যায় ধরা পড়ে গেলাম চাচীর কাছে ।

বার কয়েক ডাকাডাকির পর সাড়া না পেয়ে চেপে ধরল "কি শারমিন !পড়া লেখা হচ্ছে নাকি জেগে জেগে ঘুমানো!'' মহা অন্যায় করে ধরা পড়ার পর যেমন অবস্থা হয় আমারও ঠিক তাই । আকাশ থেকে পড়লেন যখন জানালাম এ সব এক তরফা ভাবাভাবি । (চলবে) (বাগান বিলাস, পটিয়া, চট্টগ্রাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।