আমাদের কথা খুঁজে নিন

   

পুরস্কৃত হলেন কৃষক তাজুল

চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এঙ্প্রেস ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে ৫ শতাধিক যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য কৃষক তাজুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে পুলিশ প্রশাসন।

গতকাল বিকালে ষাট বছর বয়সী এই কৃষকের হাতে অর্থসহ প্রশংসাপত্র তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর। শাহরাস্তি পৌরসভার উপলতা গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম বলেন, এতগুলো যাত্রীর জীবন বাঁচাতে পাইরা আমার খুব ভালা লাগছে। পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, কৃষক তাজুল ট্রেন যাত্রীদের জীবন রক্ষা করেছেন। তার এ কাজের স্বীকৃতি স্বরূপ আমি ২০ হাজার টাকা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রশংসাপত্র দিয়েছি।

ভবিষ্যতে তাজুলকে যে কোনো সহযোগিতা করার ক্ষেত্রে পুলিশ প্রশাসন আন্তরিক থাকবে বলে তিনি জানান।

১৮ দলের অবরোধের দ্বিতীয় দিন বুধবার ভোরে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন তাজুল। এ সময় চাঁদপুর-লাকসাম রেলপথের উয়ারুক ও মেহের স্টেশন এলাকায় স্লিপার উপড়ানো দেখতে পান। বিপদের আশঙ্কায় তাৎক্ষণিকভাবে তিনি লাল কাপড় দেখিয়ে ট্রেনটিকে থামিয়ে দেন। এভাবে দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ব্যাপক প্রশংসা শুরু হয়।

এদিকে তার প্রশংসা করতে গিয়ে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাকে স্যালুট করি। এই কৃষকের কাছ থেকে বিরোধী দলের শিক্ষা নেওয়া উচিত। একজন কৃষক তার মানবিকতার বোধ দেখালেও বিএনপি-জামায়াত তা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। মেহের রেলস্টেশন মাস্টার মো. গোলাম মোস্তফা বলেন, তাজুল না জানালে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারত। তার কারণে ট্রেনের যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছে।

এ নাশকতার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা সবুজ, কালাম ও আরিফ দাবি করেন_ যারা হরতাল-অবরোধের নামে এমন কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এদিকে দুর্ঘটনার কবল থেকে ট্রেন রক্ষা করায় কৃষক তাজুলকে আজ সকালে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছে রেল মন্ত্রণালয়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.