আগামী জানুয়ারিতে নির্বাচিত হবে বিশ্ব সেরা খেলোয়াড়। আর তার হাতে তুলে দেয়া হবে মর্যাদার পুরস্কার ব্যালন ডিও’র। আর শ্রেষ্ঠত্বের ওই পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন স্পেনের দুই জায়ান্ট দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
তবে ব্যালন ডিও'র এর আগেই দুইজন একত্রিতভাবে পুরস্কৃত হয়েছেন স্পেনের ঘরোয়া লিগ থেকে। বিশ্ব সেরার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও লা লীগার পুরস্কারে দু’জনের কাউকেই ছোট কিংবা বড় করা হয়নি। দুইজনেই লাভ করেছেন সম মর্যাদার পুরস্কার। তবে পুরস্কারের নামে রয়েছে ভিন্নতা।
রিয়াল স্টার রোনালদোর হাতে তুলে দেয়া হয়েছে 'এমভিপি' পুরস্কার অর্থাৎ মৌসুম সেরার পুরস্কার। আর বার্সা স্টার মেসিকে ভুষিত করা হয়েছে লা লীগার ২০১২-১৩ আসরের 'সেরা খেলোয়াড়ের' খেতাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।