আমাদের কথা খুঁজে নিন

   

এবার আপন নিজের লেখা দিয়ে নিজের ফ্রন্ট তৈরী করুন অনলাইনে

আপনার লেখা এত সুন্দর যে কম্পিউটারের লেখা আপনার লেখার কাছে হার মেনে যায়৤ তাহলে দেরী কী আপনার নিজের লেখা দিয়ে নিজের একটা ফ্রন্ট তৈরী করে নিন৤ ধাপগুলো তেমন জটিল নয়৤ তাহলে লেগে পড়া যাক৤
>>> প্রথমে আপনি এই লিংকে যান[http://www.myscriptfont.com/]
>>> এবার স্ক্রিনশটের মত করে Template -এ ক্লিক করে Template-টি ডাউনলোড করে নিন৤

>>> PDF ডকুমেন্টটি ওপেন করুন দেখুন স্ক্রিনশটের মত একটা Template পাবেন৤

>>> এবার Template-টি প্রিন্ট করে নিন৤ প্রিন্টার না থাকলে কোন স্টুডিও থেকে প্রিন্ট করিয়ে নিন৤ এর ভবিষ্যতের কথা ভাবলে আরও কয়েকটা ফটোকপি করে রাখুন৤
>>> নিজের পছন্দমত Template-টি পূরন করূন৤ তবে শেডো আকারে দেওয়া লেখা অনুসারে Template-টি পূরন করতে হবে৤
>>> নিচের মত পূরনকৃত Template-টি গ্রহণযোগ্য হবে না৤

>>> এবার স্কেন করে ফাইলটি কম্পিউটারে ডুকান৤ ভয় নেই স্কেনার না থাকলে ভালে মানের মোবাইল/ক্যামেরা দিয়ে ছবি তুলে তা কম্পিউটারে ডুকান৤
>>> এবার ফটোশপে বাড়তি অংশ কেটে ফেলুন৤ দরকার হলে হালকা লাইটও বাড়ানো যেতে পারে৤ আমার Template-টি নিচের মত হয়েছে৤ তবে কোন ধরাবাধা নিয়ম নেই যে আমার মত হতে হবে৤ তবে Template-টিতে কেন কাটাছেড়া করা যাবে না৤ এবং অবশ্যই Image আকারে .jpg ফরম্যেটে সেভ করতে হবে৤

>>> এবার স্ক্রিনশটের মত ক্লিক করে আপনার স্ক্রিপটি আপলোড করুন৤

>>> এবার ফ্রন্টটির নেম চেইঞ্জ করুন৤ ফ্রন্টের ফরম্যাট ডিফল্ট রাখাই ভাল চাইলে অন্য ফরমেটের কাজ থালে অন্যগুলোও সিলেক্ট করা যাবে৤

>>> Send File বাটনে ক্লিক করুন৤ অপেক্ষা করুন৤

>>> এবার আপনার তৈরী করা ফ্রন্টটি ডাউনলোড করার জন্য স্ক্রিনশটের মত আপনার দেওয়া ফ্রন্টের নামের উপর ক্লিক করুন৤

>>> দেখুন অটো ডাউনলোড শুরু হয়ে গেছে৤
>>> যে ফাইলটি ডাউনলোড হয়েছে এটাই আপনার নিজস্ব ফ্রন্টের ফাইল৤

>>> এবার ফ্রন্টটা ইন্ষ্টল করে নিন৤
>>> ফ্রন্টটি চেক করার জন্য MS Word ওপেন করে ফ্রন্টের নামের প্রথম অক্ষরের অনুসারে আপনার ফ্রন্টটি খুজে বের করুন৤

>>> স্ক্রিন শটটা দেখলে সবকিছু বুঝতে পারবেন৤

>>> আবার চাইলে প্রিন্ট না করে ফটোশপেও আপনি বিভিন্ন ধরনের টেক্সট বক্সে সেট করেদিতে পারেন৤
যদি পোষ্টটি হতে উপকার পেয়ে থাকেন তবে প্লিজ কমেন্ট করবেন৤ আর অবশ্যই আপনার ফ্রন্টটি কেমন হল তা জানাবেন৤

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.