আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাস ও অবিশ্বাস

আজ আমি কাউকে বিশ্বাস করিনা ! আইন্সটাইন থেকে বার্ট্রান্ড রাসেল, কিংবা, ফ্রয়েড আর মার্ক্স, ডারউইন অথবা ডকিন্স, হিটলারের গনহত্যার খতিয়ান, নিদেনপক্ষে- নায়েক কিংবা মোদী, অথবা, শর্মিলা নয়তো বার্গম্যান- আমি কাউকে বিশ্বাস করিনা ।
যুগান্তকারী কোন বিপ্লব, জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক যুদ্ধ, অহিংস অসহযোগ আন্দোলন, কিছুতেই আমার বিশ্বাস নেই । যুদ্ধাপরাধীদের বিচারের আশ্বাস, দিনবদলের ডিজিটাল সনদ, কিংবা নিতান্ত দু’মুঠো ভাতের নিশ্চয়তা, তাতেও আমার বিশ্বাস নেই ।
কল্পিত অবাস্তব তত্ত্বের পুরস্কার, ছেঁড়া-ফাটা তালিমারা বর্ণিল স্বপ্ন, এমনকি, নিছক বেঁচে থাকার আশা, কোনটাই আমার বিশ্বাসভাজন নয় আজ !
কেবল আমার পকেটে থাকা দশটাকা দামের লাইটারটিই, আমার বিশ্বাসের একমাত্র আশ্রয় আজ । একটু আলতো ছোঁয়ায়, কি সুন্দর এক ঝলক বিশ্বস্ত আগুন দিয়ে চলে সে !
অবশ্য, পরজন্মেও আমার বিশ্বাস নেই ! যদি থাকত তবে অবশ্যই- আবার জন্মানোর সুযোগ পেলে, নির্দ্বিধায়- দশটাকা দামের লাইটার হয়ে জন্মাতাম ! নির্দলীয় নিরপেক্ষ একটি লাইটার, স্বচ্ছ ও নিরপেক্ষ একটি লাইটার, আন্তর্জাতিক মানের একটি লাইটার।
তারপর- জ্বালিয়ে দিতাম, সিগ্রেট থেকে শুরু করে, গ্যাসের চুলো, এমনকি ঘরবাড়ি, মানুষজন, সবকিছুই,
জ্বালিয়ে দিতাম, পরম বিশ্বস্ততায় !

সোর্স: http://www.sachalayatan.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.