চল চল সবাই সামনে চল
এ কি সর্বনাশ আমাদের দেশের সকল সমসসা সমাধানে পথে। যদি সব সমাধান হয়েই যায় তাহলে রাজনীতিবিদদের কে কেন দরকার। অনেকে হয়ত বা ভাবছেন। ভুল করবেন না। টিপাই মুখে বাধ দিয়ে বিদ্যুত উত্পাদন করে তা আবার বাংলাদেশে রপ্তানি।
কি যে আনন্দের কথা ভাবতেই চোখে জল এসে যায়। তবে সমাধান একটা তো হয়েই গেল ..... চোখের জলে পানির চাহিদা পূরণ হবে। পানির বিনিময়ে বিদ্দুত।
অন্যদের কথা আর কি বলব , নিজের সরকার আসছেন ১০ কিংবা ১৫ বছরের জন্য ,কেননা এই সময়ের প্রায় সকল নতুন বিদ্দুত কেন্দ্র স্বল্প মেয়াদী কুইক রেন্টাল সার্ভিস। পুরাতন সকল কেন্ত্র দিন দিন উত্পাদন ক্ষমতা হারাচ্ছে।
এসবের প্রতি নজর দেবার কেও নেই। তার উপর আবার বিনা উত্পাদনে বিদ্দুত , এতে করে দেশে কম জীবাশ্ব জালানি কম খরচ হবে এবং উত্পাদন কেন্ত্র্গুলো একসময় নিশ্বেস হয়ে যাবে .
আসুন নতুন স্লুগান দেই। ........ চোখের জলে বন্যা হবে , সেই পানিতে বিদ্দুত হবে .......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।