আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম আযমের শিষ্য, জামায়াত নেতার জামাই এবার হচ্ছেন আওয়ামীলীগ এমপি

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

দশম জাতীয় সংসদের নির্বাচনে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া আসনে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন একাত্তরে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের শিষ্য-ভক্ত আবু রেজা মুহাম্মদ নেজামু্দিন নদভী। শুক্রবার চূড়ান্ত তালিকায় মনোনিত হয়েছেন এ নেতা। আবু রেজা নদভী জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের একান্ত প্রিয়জন। মধ্যপ্রাচ্যে আবু রেজা নদভীকে গোলাম আযমের ছেলে হিসেবে জানেন অনেকে। গোলাম আযমের নাম ভাঙিয়ে মধ্যপ্রাচ্যে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন নদভী।

এছাড়া জামায়াতের পরিচয় ভাঙিয়ে সেখান থেকে অনেক সুবিধা নিয়েছিলেন তিনি। এছাড়া আবু রেজা নদভী চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মুমিনুল হক চৌধুরীর বড় মেয়ের জামাই। আবু রেজা নদভী ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য। তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়। আওয়ামীলীগ হচ্ছে এমন একটি দল যেখানে রাজাকার ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হওয়া যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.