টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট ও আশপাশের এলাকায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফার্মগেট পুলিশ বক্স, ফার্মগেট ওভারব্রিজ ও কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে একযোগে ককটেল বিস্ফোরণ হয়।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক সিরাজুল আলম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফার্মগেট পুলিশ বক্সের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময় ফার্মগেট ওভারব্রিজের নিচে দুটি এবং কারওয়ান বাজার এলাকায় সার্ক ফোয়ারার সামনের সড়কে একটি করে ককটেল বিস্ফোরিত হয়। এর ১০ মিনিট পর পান্থপথ স্কয়ার হাসপাতালের সামনে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।
এর আগে বিকেল পাঁচটার দিকে বিজয় সরণিতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।