Good things come to those who wait
বাহিরের যেই অবস্থা। যেতেই ভয় লাগছে। কিন্তু যেতেই হবে। একটু পরেই ওয়ার্কিং আওয়ার শুরু। ঘরে বসে মড়া যায়ে না।
মরতে হলে বাহিরেই মরতে হপে। মাঝে মাঝে বাসে চলার সময় দেখি লেখা থাকে "আল্লাহর নামে চলিলাম। " চারিদিকে যেই মারদাঙ্গা অবস্থা। আমার অবস্থা এখন হইছে বাসের রকম। ক্কটেল ফক্টেল না খাইলেই বাঁচি।
পূর্ণ মাত্রায় আল্লাহর উপর ভরসা করে বের হলাম। দেখি কতদূর যাওয়া যায়। নামায + দোয়া পড়ে বাহিরে বের হচ্ছি। অবরোধ আল্লাহর উপর ভরসা করা আরো বাড়িয়ে দিয়েছে। আল্লাহ ভরসা।
আল্লাহর নামে চলিমাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।