আমি একটা পাগল বলো কি তোমার, শখের কথা
বলো কিসে তোমার, হৃদয় ব্যথা।
কেমন তোমার ইচ্ছা, তৃপ্ত
কোথায় খুঁজে পাও দীপ্ত।
চারদিকে শুধু মত বিরোধ
কারো সমর্থন, কারো প্রতিরোধ।
একটি বাণীর ভিন্ন জবাব ধ্বনি
হ্যাসুচক কিংবা নাসুচক সিদ্ধান্ত শুনি।
কেউ মুগ্ধ রুপে, কেউ গুণে
কিভাবে থাকে দীর্ঘদিন মনে।
দিশাহারা দেখে পৃথ্বীর বাস্তব
শান্তি, সাম্য নেই, অসম্ভব।
নিঃসঙ্গ নিজে অমিশুক ভীতি
দ্বিধা ভেবে, নেই প্রীতি।
ধোকায় পিছপা, ফেরত হয় সুখ
অনাকাঙ্খিত ঘটনা নিত্য ঘটে সম্মুখ।
বাহিরে এলে অজস্র অজানা ইশারা
কৃত ভুলে অনুশুচনা, প্রতিমুহূর্ত আত্মহারা।
আমার হবে না কখনো মন্দে রুচি
সত্য প্রভাতে রোজ হয় সূচি।
প্রাত্যহিক লড়ি, মনে হয় স্বজঙ্গী
যন্রনাময় নিশি, বিষাদ ব্যতীত সঙ্গী।
একটি সূর্যের বিবিধ কিরণ
প্রতিটি দেশে তারতম্য দর্শণ।
অবগত সহজে প্রত্যেকে স্বীয় নজর
নিরাপধ নই, হঠাৎ আকর্ষীত ঘোর।
মঞ্চের সাজ-সজ্জা, বর্ণীল রশ্মি
সবার আনন্দের নয় হাতছানি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।