আমাদের কথা খুঁজে নিন

   

বাহিরে এক ভিতরে আরেক

কি্ছ্ু দিন আগের কথা।আমার H.s.c Exam চলছিল পরীককার জননো বাসা থেকে বের হয়ে c.n.g তে উঠি।আমি সামনে আর পিচনে একজন মহিলা দু্ইজন পুরূষ বসে হটাৎ মহিলা পাশে বসা পুরূষকে তার হাত সরাতে বলে কিচুককন পর মহিলা আবার বলে ভাই আপনি একটু সরে বসেন এতে টাই পরা ভদরো লোকটি রেগে যায় এবং মহিলাকে নোংরা বাসায় গালিগালাজ করতে থাকে।আপওিকর জিনিসে বাধা দেওয়ায় মহিলাটি যেন ভীষন আপরাদ করেছে,গাড়িতে ওটে যেন ভীষন অপরাধ করে ফেলেছে !আমি আর ড্রাইভার মহিলার পককো নিলে লোকটি আমাদের ওপর চটে যায় সবচেয় অবাক বিষয় হলো আর দুইজন টাই পরা লোক সেই লোকটির পককে কথা বলে !ভদ্র মহিলাটে c.n.g থেকে নেমে যায় ভীষন অসহায়ভাবে !আমি অসহায় তাকিয়ে রইলাম ফিরে তাকালাম সেই টাই পরা লোকদের দিকে কি অবাক লোকগুলো ভিতরে এক আর বাহিরে আরেক !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.