ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...
সুগন্ধা পেরেয়ে যাও, ঐ মাথা নিচু, দুই পাশে ধান্যক্ষেত্র ও হংসধ্বনি রাগে কানন, মা জগদ্ধাত্রী ষ্টাইলে লো আ্যঙ্গেলে সুপ্রিয়া আর আমাদের যতসব চড়ুইভাতি সব ঐ মজা নদীর ধারে।
বাঁশ দিয়ে বানানো সেতু যেন তার বিনুনির মত, এবং বিয়ারে চুল ধুতে ধুতে, সময় হয়ে যায় নদী আর একসময় কেবল পোড়া আলুর খোসা ছাড়ানো, আর সেই মজা নদী ছাগল বেঁধে রাখে খোঁটায় খোঁটায়, সারা ঘড়িময়।
ঐ দূর ট্রেন, আমাদের ছোট নদী ভারী একলা। হুইসেল শব্দ নিয়ে মাথা ঝাকা দেয় আমাদের ছায়া আর লিচু গাছ, যেন সব বক এখুনি মেঘ হয়ে যাবে, অমন সবুজ ড্রইং খাতা তার আর ঐ দূর মন্দিরে ঘন্টা বাজে, টিপটুপ টিপটাপ, লিচু ঝরে। আর মাটির ঢেলা গড়াতে গড়াতে আমাদের মজা নদীর কলঙ্কে, কখন বা লিচু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।