আমাদের কথা খুঁজে নিন

   

জাপার এমপি প্রার্থী বাবুল ও সাব্বীরের বাসায় বোমা হামলা

দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাবরুল হোসেন বাবুল ও সিলেট- ৫ আসনের প্রার্থী এবং জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমদের বাসায় বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। বাবুল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্ঠা ও সাব্বীর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সাব্বীর আহমদের উপশহরের বাসা লক্ষ্য করে ৪-৫টি  পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় বাসার নিচে রাখা তার পাজারো জিপ ও বাসার দরজা-জানালায় আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বোমা হামলার পর র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বোমা হামলার সময় সাব্বীর আহমদ বাসায় ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে রবিবার দুপুর ১২টার দিকে সিলেট সদর উপজেলার বটেশ্বর এলাকায় সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাবরুল হোসেন বাবুলের বাসায় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এতে তার বাসার জানালার গ্লাস ভেঙে সোফায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাবুল জানান, ৪-৫টি মোটর সাইকেলে হেলমেট পরা কয়েকজন যুবক তার বাড়িতে এসে বোমা হামলা চালায়। তবে তাদেরকে তিনি চিনতে পারেননি।

নির্বাচনে প্রার্থী হওয়ার তার বাড়িতে হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল দুইটি থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.