আমাদের কথা খুঁজে নিন

   

রবিবার পদত্যাগ করবেন জাপার মন্ত্রীরা

আগামীকাল রবিবার জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

আজ শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ ছুটির দিন তাই প্রধানমন্ত্রী সময় দেননি। আগামীকাল রোববার তিনি যখন সময় দিবেন তখনই পদত্যাগপত্র জমা দেয়া হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু পদত্যাগ করছেন কি না— সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘তারাও করবেন।

তাদের সঙ্গে কথা হয়েছে। ’ তবে তারা কখন পদত্যাগ করবেন বা শেষ কখন কথা হয়েছে এর জবাব দেননি তিনি।

তবে এ ব্যাপারে পরে এরশাদ বলেছেন, ‘তারা পদত্যাগ করলেই কি না করলেই কি। তাতে কিছু আসে যায় না। আমি এখনো বলছি, সব দল নির্বাচনে না গেলে আমি নির্বাচনে যাব না।

শনিবার থেকে মনোনয়নপত্র প্রত্যাহার শুরু হয়েছে। মহাসচিবের বিফ্রিংয়ে সময় উপস্থিত ছিলেন এরশাদের ভাই জিএম কাদের। দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার বিষয়ে তিনি এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঢাকার আসনের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ’ তবে ঢাকার বাইরে কেউ করেছেন কি না তা তিনি জানেন না।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।