আমাদের কথা খুঁজে নিন

   

রংপুর জাপার কমিটি আবার বাতিল

দফায় দফায় কমিটি পরিবর্তন নিয়ে দলটির জেলা ও মহানগরের নেতাকর্মীরা হতাশাজনক ও বিব্রতকর অবস্থায় পড়েছেন।
বুধবার রাতে পাঠানো দলের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আদেশে বর্তমান কমিটি বাতিল করে আগের কমিটিকে তিন মাসের জন্য দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। এই কমিটি তিন মাস পর কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে। ”
৪ সেপ্টেম্বর কাউন্সিল করে প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে জেলা ও মহানগরের সভাপতি, আবুল মাসুদ চৌধুরী নান্টুকে জেলা ও সালাহ উদ্দীন কাদেরীকে মহানগরের সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করেছিলেন এরশাদ।




১৫ ডিসেম্বর এই কমিটি বিলুপ্ত করে সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফাকে সদস্য সচিব করে জেলা কমিটি এবং আব্দুর রউফ মানিককে আহ্বায়ক ও এস এম ইয়াসিরকে সদস্য সচিব করে মহানগর কমিটি গঠন করা হয়।
দলীয় প্যাডে এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছিল।
তখন দুটি কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ এমপিকে।
এদিকে বার বার কমিটি পরিবর্তন নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে দলটির জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
জেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা সৈয়দ নুর আহমেদ টুলু বলেন, “চিকিৎসার নামে দলীয় চেয়ারম্যানকে আটকে রেখে রংপুর জাপাকে নিয়ে ছেলেখেলা শুরু হয়েছে।

এ খেলা বন্ধ না হলে দলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। শিগগিরই দলীয় চেয়ারম্যান অথবা মহাসচিবকে বিবৃতি দিয়ে চলমান বিভ্রান্তি দূর করা জরুরি। ”
জেলা ও মহানগর জাতীয় পার্টির সমন্বয়কারী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ এমপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ ডিসেম্বর গঠিত কমিটিতে দলীয় চেয়ারম্যানের স্বাক্ষর ছিল। হঠাৎ করে সেই কমিটি কারা বাতিল করল তা বুঝতে পারছি না। ”
“দলীয় চেয়ারম্যানকে বিপদে ফেলতে এবং রংপুরে জাতীয় পার্টির দূর্গে ফাটল ধরাতেই একটি শক্তি ষড়যন্ত্রে মেতে উঠেছে,’ মন্তব্য করেন জাপার এই নেতা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.