দেশব্যাপী ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে শনিবার টেকনাফ স্থলবন্দর থেকে ঢাকাগামী ৭-৮ টি পিয়াঁজ, কাঠ, মাঠ ভর্তি ট্রাক আটকা পড়েছে বলে জানা গেছে।
গত ২৯ নভেম্বর দুপুর থেকে ট্রাকে করে মালামাল ভর্তি করতে সন্ধ্যা হয়ে যায়। এসময় ডাকা অবরোধে আর বের হতে পারেনি পন্য ভর্তি ট্রাকগুলো। তম্মধ্যে টিসিবি ক্রয়কৃত পেয়াঁজ, কাঠ, ও মাছের কন্টিনিয়ার আটকা পড়েছে।
ব্যবসায়ি মোঃ হাশেম জানিয়েছেন - বর্তমানে অবরোধের কারণে প্রায় ৪০ লাখ টাকার আচার ও ৩০ লাখ টাকার সুপারী বন্দরে আটকা আছে। এতে তাদের ক্ষতি হওয়ার সম্ভবনার কথা জানিয়েছেন।
এদিকে টিসিবির কর্মকর্তা লুত্ফর কবির জানিয়েছেন- ১৮ লাখ টাকার পেয়াঁজ নিয়ে তিনি চিন্তিত রয়েছেন। টেকনাফ স্থল গিয়ে দেখা যায়- কিছু মালামাল উঠানামা চলছে। টেকনাফ স্থল বন্দরের অপারেশন ম্যানেজার মোঃ আবু খালিদ জানিয়েছেন- কাঁচা পন্য পেয়াঁজগুলো খোলাভাবে ও মাছসমূহ হিমায়িতভাবে সংরক্ষণ করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।