বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই গোল করে মুক্তিযোদ্ধার জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার নওচা কিংসলে।
শেষ চারে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র অথবা বিজেএমসি। সোমবার শেষ কোয়ার্টার ফাইনালে এই দুই দল মুখোমুখি হবে।
শেষ পর্যন্ত সহজে জিতলেও প্রথমার্ধে একদমই ভালো খেলতে পারেনি মুক্তিযোদ্ধা। এলোমেলো খেলে তেমন সুযোগও তৈরি করতে পারেনি।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ওঠে মুক্তিযোদ্ধা। তার সুফলও পেয়ে যায় ৬২ মিনিটের সময়। ফরোয়ার্ড এনামুল হোসেনের কর্নার থেকে স্ট্রাইকার বিপ্লবের হেড পাশেই থাকা কিংসলের পা ঘুরে চলে যায় জালে।
আট মিনিট পর মিডফিল্ডার শফিকুল ইসলাম বিপুলের ক্রস থেকে কিংসলের দারুণ হেড দ্বিগুণ করে ব্যবধান।
কিংসলের দুর্ভাগ্য, একটুর জন্য প্রতিযোগিতার তৃতীয় হ্যাটট্রিকের দেখা পাননি।
শেষ বাঁশির মিনিট দুয়েক আগে বক্সের বাইরে থেকে নেয়া তার শট ক্রস বারের ওপর দিয়ে চলে গেলে দুই গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মুক্তিযোদ্ধাকে।
খেলা শেষে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, “খেলোয়াড়দের সবার প্রচেষ্টার ফল আমাদের এই জয়। তবে কিংসলে সবচেয়ে ভালো খেলেছে। আশা করি সেমিফাইনালে আমাদের দল জয়ের ধারা বজায় রাখবে। ”
ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন বলেন, “আমাদের প্রতিপক্ষ যে খুব ভালো খেলে জিতেছে, তা বলা যাবে না।
তবে ওরা হঠাৎ দুই গোল পেয়ে যাওয়ায় আমার দলের মনোবল ভেঙ্গে যায়। এরপর আমরা আর ঘুরে দাঁড়াতে পারিনি। গোল দুটো হওয়ার আগ পর্যন্ত আমার দল ওদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।