আমাদের কথা খুঁজে নিন

   

ফেডারেশন কাপে শেখ জামাল চ্যাম্পিয়ন

ফুটবলের মৌসুম-সূচক এই টুর্নামেন্টে আগের ম্যাচগুলোতে দুর্দান্ত খেললেও ফাইনালে শেখ জামাল তেমন ভালো খেলতে পারেনি। মুক্তিযোদ্ধার জমাট রক্ষাণভাগ ভেঙ্গে গোলের দেখা পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাদের। গোলশূন্য প্রথমার্ধের পর ৮৩ মিনিটে শেখ জামালের জয়সূচক গোল করেন ডিফেন্ডার নাসির চৌধুরী। হাইতির স্ট্রাইকার সনি নর্দের কর্নার থেকে তার চমৎকার হেড জালে চলে যায়। জয় না পেলেও এবারের ঢাকার ফুটবলে সবচেয়ে শক্তিশালী দল শেখ জামালের ঘাম ঝরিয়ে ছেড়েছে মুক্তিযোদ্ধা।

গোল হওয়ার আগ পর্যন্ত দারুণ লড়াই করেছে তারা। তবে গোলের সুযোগ শেখ জামালই বেশি পেয়েছে। ১৪ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়া হাইতির স্ট্রাইকার ওয়েডসন এনসেলমের শট সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়। ৩৯ মিনিটে আবার শেখ জামালের জন্য হতাশা। নর্দের ফ্রি-কিক থেকে গোলরক্ষককে একা পেয়ে গেলেও গোল করতে পারেননি ওয়েডসন।

তবে এই দুটো সুযোগ ছাড়া তেমন কিছু করতে পারেনি শেখ জামাল। নর্দে, ওয়েডসন ও এমেকাকে নিয়ে গড়া তাদের দুর্দান্ত আক্রমণভাগকে দক্ষতার সঙ্গে সামলেছেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডাররা। বিশেষ করে আগের ম্যাচগুলোতে অপ্রতিরোধ্য নর্দে ছিলেন নিষ্প্রভ। ফেডারেশন কাপে শেখ জামালের এটি দ্বিতীয় শিরোপা। ২০১১ সালে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

২০১০ সালে এবং গতবার হয়েছিল রানার্স-আপ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন নর্দে। ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতাও তিনি। পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা ও একটি মোটর সাইকেল পেয়েছেন নর্দে। ফাইনালের সেরা খেলোয়াড় ওয়েডসন।

শিরোপা জিতে উচ্ছ্বসিত শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসি বলেন, “কোচ হিসেবে এটাই আমার প্রথম শিরোপা। এই আনন্দের ভাষা প্রকাশ করার মতো নয়। যদিও শেষ পর্যন্ত নিশ্চিত ছিলাম না ম্যাচটি জিতবো কিনা। ” “কঠিন এক ম্যাচ জিতেছি আমরা। এমন প্রতিপক্ষকে হারানো সত্যিই কঠিন।

খেলোয়াড়রা জয় ছিনিয়ে আনতে পেরেছে বলে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ” অন্যদিকে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক হতাশ কণ্ঠে বলেন, “ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। তবে ছেলেরা ভালো খেলেছে। যদিও একটি ভুলের কারণে আমাদের গোল খেতে হয়েছে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.