দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে আজ সোমবার দুপুরে বিরোধীদলের নেতাকর্মীরা কানসাট আন্দোলনের নেতা গোলাম রাব্বানীর বাড়িতে আগুন দেয়। এসময় দু'দলের সংঘর্ষে রুবেল (২২) নামে একজন নিহত হয়েছেন। নিহত রুবেল কানসাট পুখুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ অধ্যাপক শাহজাহান মিয়া নিহত রুবেলকে বিএনপি'র কর্মী বলে দাবী করেছেন।
জানা গেছে, দুপুরে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানী মনোনয়নপত্র জমা দিয়েছেন এই সংবাদ জানতে পেরে বিরোধীদলের হাজার হাজার কর্মী বেলা ২টার দিকে গোলাম রাব্বানীর পুখুরিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় রাব্বানীর সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে গোলাম রাব্বানীর বাড়ি, তার ভাই জাকের পার্টি নেতা আবু বাক্কার ফিটুর বাড়ি, একটি কার, ২টি ট্রাক ও বেশকিছু মিশুক, মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।সংঘর্ষ চলাকালে ব্যাপক বোমা বিষ্ফোরণ ও গুলি বর্ষণ করা হলে রুবেল বোমার আঘাতে গুরুতর আহত হয় এবং শিবগঞ্জ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এদিকে, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের গাড়ি এলে আটকে দেয় বিরোধীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।