আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাক উল্টে বাগেরহাট ও মানিকগঞ্জে নিহত ৫, আহত ৭

রুপসা-বাগেরহাট মহাসড়কে চৌখালি ব্রিজ এলাকায় সবজিবাহী মিনি ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয় অন্তত ৭ জন। অপরদিকে মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

জানা যায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সবজিবোঝাই ট্রাকটি খুলনার সোনাডাঙ্গা থেকে মোড়লগঞ্জ বৌলপুর বাজারে যাচ্ছিল। পথে যৌখালি ব্রিজ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন।

নিহত মুস্তফ (৪৫) মধুরকাঠি মোড়লগঞ্জ এলাকার আব্দুল হাকিমের ছেলে, শহিদুল ইসলাম (৩৫) মোড়লগঞ্জ উপজেলার  হোগলাপাশা এলাকার ধলু শেখের ছেলে, হানিফ (৩৪) পিরোজপুর জেলার পৌরগলা এলাকার কালু শেখের ছেলে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী কাচাঁমাল বহনকারী ওই ট্রাকটি তরা ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের আঘাতে মহিদুল ঘটনাস্থলেই মারা যান এবং চালক আনিছ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।

নিহতর‍া ‍হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ধুমুরিয়া এলাকার নুরু বক্সের ছেলে চালক আনিছ (৩৫) ও উপজেলার আনন্দপুর গ্রামের রোমান মিয়ার ছেলে হেলপার মহিদুল (৩২)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।