পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।
আমি আর কি বলব, কি লিখব!!
সবতো তোমরাই করছ, আমি দেখছি - বোকা হচ্ছি
আর, দাঁতে দাঁত চেপে চুপ করে আছি।
পুড়ছো টায়ার, কাঁটছো রেলপথ
এই বুঝি মারলে ককটেল আমার পথে
বাতাসে ভেসে ওঠে প্রচণ্ড চিৎকার
আগুনে জ্বলছে জীবন্ত কয়েকটি পরিবার।
হাওয়া আর বঙ্গভবনে চলছে
শোক বার্তা তৈরির দুম
ওদিকে বার্ণ ইউনিটে অর্ধ-পোড়া,
মানুষগুলোর চোখে নেই ঘুম।
এ কি গণতন্ত্র
নাকি মানুষ মারার ষড়যন্ত্র !
আমি নীরব কবি
পত্রিকা মাঝে-মধ্যে পড়ি
সংশয়ে থাকি এই ঝুঝি ছাপলো
আমার পোড়া ছবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।