ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বছরের সেরা ক্রিকেটারদের নিয়ে টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে। ওয়ানডে দলের অধিনায়ক বানানো হয়েছে ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনিকে। আর ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক রয়েছেন টেস্ট দলের দায়িত্বে। দক্ষিণ আফ্রিকার তারকা বোলার ডেল স্টেইন দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গত ছয় বছর থেকে টেস্ট দলে জায়গা পাচ্ছেন। আর গত ছয় বছরই ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
হাশিম আমলাও চারবার আইসিসির বর্ষসেরা দলে ছিলেন। অ্যালিস্টার কুক রয়েছেন তৃতীয়বারের মতো। টেস্ট কিংবা ওয়ানডে দলে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই। টেস্ট ও ওয়ানডে দলে তিনজন করে ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছেন। তবে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পরও বিরাট কোহলির জায়গা হয়নি কোনো দলেই।
অবসর নেওয়ার পরও টেস্ট দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি। একমাত্র সাঈদ আজমল ছাড়া পাকিস্তানের কোনো ক্রিকেটার নেই। টেস্ট দলে জায়গা না পেলেও ওয়ানডে দলে শ্রীলঙ্কার তিন ক্রিকেটার রয়েছে- দিলশান, সাঙ্গাকারা ও মালিঙ্গা। ওয়ানডে ও টেস্ট দুই দলেই জায়গা পেয়েছেন চার ক্রিকেটার -মহেন্দ্র সিং ধোনি, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও জেমস অ্যান্ডারসন। ২০১২ সালের ৭ আগস্ট থেকে ২০১৩ সালের ২৫ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের বিচারে এই দল গঠন করা হয়েছে।
নির্বাচক কমিটির প্রধান হিসেবে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। দল নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দল নির্বাচন করা সত্যিই খুবই কঠিন কাজ। অনেক যোগ্য ক্রিকেটারকেও বাদ দিতে হয়েছে। আসলে আমরা শুধু ওই নির্দিষ্ট সময়ের পারফরম্যান্সই বিবেচনায় এনেছি। যদিও এই নির্বাচন নিয়ে অনেক বিতর্কও হয়েছে।
তারপরেও আমি বলব সেরা দলই নির্বাচন করা হয়েছে। '
টেস্ট দল : অ্যালিস্টার কুক (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, হাশিম আমলা, মাইকেল ক্লার্ক, মাইক হাসি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), গ্রায়েম সোয়ান, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন, ভার্নন ফিলান্ডার, রবিচন্দন অশ্বিন (১২তম)।
ওয়ানডে দল : তিলকরত্নে দিলশান, শেখর ধাওয়ান, হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, এ বি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, সাঈদ আজমল, মিচেল স্টার্ক, জেমস অ্যান্ডারসন, লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকক্লিনাঘন (১২তম)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।