বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক রায়ের এই দিন ঠিক করে দেন।
২৭ নভেম্বর থেকে টানা যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই তারিখ নির্ধারণ করা হলো।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচির মধ্যে বাহাদুর শাহ পার্কের সামনে পিটিয়ে হত্যা করা হয় দরজি দোকানি বিশ্বজিৎকে।
ওই সময় ব্যাপক আলোচিত এই ঘটনার মামলায় গত ৫ মার্চ যে ২১ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়, তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী।
অভিযুক্তদের মধ্যে আটজন কারাগারে এবং ১৩ জন পলাতক রয়েছেন।
এই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এসএম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে বলেই আশা করছি। ”
এ মামলায় কারাগারে থাকা আট আসামির মধ্যে রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন আদলতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বাকি আসামিরা হলেন- এইচএম কিবরিয়া, কাইয়ুম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার, খন্দকার মোহাম্মদ ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসীন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, মীর মোহাম্মদ নুরে আলম লিমন, আলমিন শেখ, রফিকুল ইসলাম, মুনীরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।
আলোচিত এই মামলায় গত ১৯ নভেম্বর আসামি মাহফুজুর রহমান নাহিদ নিজে এবং তার ভগ্নিপতি রুহুল আমিন আদালতে সাফাই সাক্ষ্য দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।