ফেসবুকে নতুন ফিচার হিসেবে আসছে ‘আনফলো’ বাটন। কাউকে পছন্দ না হলে বা তার কোনো কিছু অনুসরণ করতে না চাইলে এ বাটনটি ব্যবহার করা যাবে।
কারো আপডেট নিউজ ফিড থেকে সরিয়ে ফেলার ক্ষেত্রেও এ বাটনটি ব্যবহার করা যাবে। শিগগিরই এ বাটনটি ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফেসবুকে বর্তমানে ‘হাইড অল’ বাটনটির সাহায্যে নিউজ ফিড বা কোনো আপডেট লুকিয়ে রাখতে পারেন ব্যবহারকারী। এ বাটনটির পরিবর্তে ‘আনফলো’ বাটন যুক্ত করতে চাইছে ফেসবুক কর্তৃপক্ষ যা ব্যবহারকারীকে নিউজ ফিড ফিল্টার করার সুবিধা দেবে এবং অপছন্দের অ্যাকাউন্ট ‘আনফলো’ করা যাবে সহজেই।
ফেসবুকের একজন মুখপাত্র আনফলো বাটনের খবর নিশ্চিত করেছেন রয়টার্সকে।
শিগগিরই ফেসবুক প্রোফাইলের লাইক বাটনটির পাশে এই ‘আনফলো’ বাটনটি দেখতে পাবেন ফেসবুকের ব্যবহারকারীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।