বিশ্বের সাধারণ মানুষের জনমত প্রকাশে সামাজিক মাধ্যম হিসেবে ফেসবুক এখন অপ্রতিরোধ্য। মাত্র কবছর আগেও সাধারণ মানুষের বিশ্বের যেকোনো ঘটনায় তাদের সক্রিয় মতামত কিংবা পরামর্শ দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু হাল আমলের ফেসবুক এসব সীমাবদ্ধতার সেকেল পরিস্থিতি সমূলে বদলে দিয়েছে। একের পর এক নিপুণ হাতে গড়ে উঠছে ফেসবুক রাষ্ট্র। এখানে সব ধরনের নাগরিকের যেকোনো বিষয়ে সরাসরি মন্তব্য-পরামর্শ দেওয়ার সুযোগ আছে।
এ ধরনের সামাজিক যোগাযোগে যেকোনো ঘটনায় প্রত্যেকের পছন্দ জানাতে 'লাইক' বাটন চালু করে ফেসবুক। একদিকে দারুণ সফল হয় এ উদ্যোগ। কিন্তু কিছুটা সমালোচনা যে ঝুড়িতে জমা পড়েনি তা নয়। লাইকের বিপরীতে 'ডিসলাইক' বাটন না থাকায় এ উদ্যোগ খানিকটা প্রশ্নবিদ্ধ হয়। কারণ যেকোনো ঘটনায় শুধু পছন্দ নয়, অপছন্দও থাকতে পারে।
এ ছাড়াও মর্মান্তিক এবং দুর্ঘটনায় খবর পেলে ফেসবুক ভক্তরা তাৎক্ষণিক সহানুভূতিশীল হয়ে উঠেন। প্রকাশ করেন তাৎক্ষণিক শোকবার্তা। কিন্তু ফেসবুকে এ ধরনের মন্তব্য প্রকাশে কোনো টুলস না থাকায় এ নিয়ে গবেষণা শুরু হয়। 'সিমপ্যাথাইজ' বাটন তৈরি প্রক্রিয়াধীন আছে। অচিরেই এ বাটন সক্রিয় করার প্রস্তুতি নিয়েছে।
এরই মধ্যে বিশ্বের গণমাধ্যমগুলোতে এ বাটন পরিকল্পনা আলোচনায় এসেছে। সাড়াও মিলেছে ইতি-বাচক। তবে এ বাটন বিল্ট ইন থাকবে না। * ইনফোটেক ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।