বাংলাদেশের আসন্ন নির্বাচন যখনই হোক, তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। তারাই সিদ্ধান্ত নেবেন কীভাবে নির্বাচন হবে।
আজ সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং একথা বলেন।
সুজাতা সিং বলেন, বাংলাদেশের শান্তি ও অগ্রগতি কামনা করে ভারত। ভারতের পাশাপাশি দেশ ছাড়াও অতি ঘনিষ্ট মিত্র দুই দেশের সাংস্কৃতিক ইতিহাস, কালচার অভিন্ন।
ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব পরীক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, আজ সকালে দু’দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং। সফরের অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।