আমাদের কথা খুঁজে নিন

   

জাপার মন্ত্রী-উপদেষ্টারা কাল পদত্যাগ করবেন: রুহুল আমিন

নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন উপদেষ্টা কাল বৃহস্পতিবার পদত্যাগ করবেন।

আজ বুধবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এ কথা বলেছেন।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসভবনে দলের প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে বৈঠক করেন এরশাদ। বৈঠক শেষে নির্বাচনকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদার প্রেস ব্রিফিং করেন। সেখানে তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা পদত্যাগ করবেন।’ এ সময় উপস্থিত সাংবাদিকেরা জানতে চান, গণভবন থেকে তাঁদের ফোন করা হয়েছি কি না? রুহুল আমিন হাওলাদার এর কোনো জবাব না দিয়ে হেসে ফেলেন।

এ দিকে বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে সফররত ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং সৌজন্য সাক্ষাত্ করেন। বৈঠক শেষে এরশাদ প্রেস ব্রিফিং করেন। সেখানে নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অনতিবিলম্বে পদত্যাগের নির্দেশ দেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.