আমাদের কথা খুঁজে নিন

   

মানসিক অবস্থা জানাবে অন্তর্বাস

এবার বিশেষ অন্তর্বাস বা ব্রা ব্যবহারের মাধ্যমে নারীর মানসিক অবস্থা নির্ণয় করা সম্ভব হবে। বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফটের গবেষকেরা এই বিশেষ অন্তর্বাসের নকশা তৈরি করেছেন।
এই অন্তর্বাসে যুক্ত থাকবে স্থানান্তরের উপযোগী দুটি সংবেদী বা সেন্সর। পরিধানকারীর মানসিক অবস্থা সম্পর্কে এগুলো বিভিন্ন তথ্য জানানোর লক্ষ্যে হূৎপিণ্ড ও ত্বকের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। মানসিক চাপের প্রভাবে অতিরিক্ত খাওয়া থেকে নারীকে বিরত রাখতে এ ধরনের পরিধানযোগ্য প্রযুক্তি কতটা সহায়ক, সেটি জানতেই মূলত এই অন্তর্বাস তৈরি করা হচ্ছে।

যিনি এটি পরিধান করবেন, তিনি স্মার্টফোনের একটি বিশেষ অ্যাপের সাহায্যে জানতে পারবেন নিজের মানসিক অবস্থার তথ্য। আর ‘আবেগের বশে’ বেশি পরিমাণ খেয়ে ফেলার সম্ভাবনা তৈরি হলেও তাঁকে একই প্রক্রিয়ায় সতর্ক করে দেবে ওই অন্তর্বাস।
অন্তর্বাসটিতে দুটি সেন্সরের পাশাপাশি গতিনির্ণায়ক ও গতিবর্ধক যন্ত্রও যুক্ত থাকবে। এটি পরিধানকারীকে প্রতিদিন ছয় ঘণ্টা অন্তর মানসিক অবস্থার তথ্য জানাতে পারবে বলে গবেষকেরা জানিয়েছেন। মাইক্রোসফটের নকশাকার অ্যাস্টা রোজওয়ে বলেন, প্রতি তিন থেকে চার ঘণ্টা পর পর ওই সেন্সর-ব্যবস্থাটি চার্জ দিতে হয় বলে সবার জন্য এখনো ঠিক ব্যবহারোপযোগী হয়নি।

বিবিসি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.