চাঁদা চাওয়ার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা ঘেরাও করে পুলিশকে হুমকি দিয়েছে শতাধিক ব্যক্তি। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। হুমকি দেওয়া ব্যক্তিরা যুবলীগের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা গেছে, ওই এলাকায় চাঁদাবাজির অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়। এরপর পুলিশ চাঁদা দাবির অভিযোগে হেমায়েত, রফিকুল, কাওসার ওরফে জসিম ও মিঠু নামে চারজনকে গ্রেপ্তার করে।
গতকাল সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী তেজগাঁও থানা ঘেরাও করেন। তাঁরা থানার ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তাঁরা পুলিশকে গালাগাল ও হুমকি দিয়ে চলে যান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।
এদিকে নাম প্রকাশ না করে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এ বিষয়টি নিয়ে আতঙ্কে আছি। আসামিদের গ্রেপ্তারের পর তাঁদের ছাড়িয়ে নিতে উচ্চপর্যায় থেকে তদবির ও চাপ এসেছে। ’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।