আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় অমাবস্যার ঐ চাঁদটা কতদিন হলো দেখিনা, ক্ষণ যায় মাস যায় গেলো কতটা বছর। শুনেছি সে নাকি এখন পূর্ণিমার চাঁদ,কোথায় খুঁজবো কোথায় পাবো ভাঙ্গেছে রে মনেরী বাঁধ। পেতে চাইনা পূর্ণিমার আচ না হলো আঁধরে উজ্জ্বল, গগণে আছে রে তারার দল তারি মাঝে খুঁজে নিবো অমাবস্যার মায়াবী ছল। না হয় আগের মত হিংসা করিস ঠোঁট ভেল্টিয়ে হাসিছ সুখের জোয়ার হয়রে তোর সব তিথিতে,ভাটা মোর হয়রে বেদনার ব্যথাতে। চাই রে অমাবস্যার চাঁদ দেখতে যদিও ফুরায় বে নিঃশ্বাস, এখন যে অমাবস্যার চাঁদ দেখি হাহাকার ভরা বিশ্বাসে, ঐ যে অমাবস্যার চাঁদ। লেখার তারিখঃ ২৪/১১/১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।