আমাদের কথা খুঁজে নিন

   

নেলসন ম্যান্ডেলা : ৫ ডিসেম্বর ২০১৩



নেলসন ম্যান্ডেলা : ৫ ডিসেম্বর ২০১৩ :: ফকির ইলিয়াস :: আফ্রিকার আকাশ থেকে যে তারা খসে গেল আজ একদিন তাঁর ছায়া বুকে ছিল ত্যাগী মানুষের পৃথিবীর প্রতিপদে আলো হয়ে ধ্যান- কল্যাণের 'স্বপ্নের মুক্তি চাই'- তাঁর কন্ঠে ছিল সে আওয়াজ। হাত ধরে বলেছিলেন- আবার দাঁড়াও এসে পথে এখানে আকাশ নীল, সাদা-কালো রঙের বিস্তার মানুষ মানুষের ভাই, বৈষম্য পাবে না নিস্তার কালো এই শিকল ভাঙো, ভবিষ্যত গড়ে যেতে যেতে। তাঁর হাতে হাত রেখে সবগুলো সমুদ্রের স্রোত একদিন মিশেছিল আফ্রিকার বনেদি সবুজে পাখিগুলো উড়েছিল নীড় আর আহারের খোঁজে মহাত্মা মাটির পুত্র - খ্যাতি ছিল শান্তির দূত। কে বলে ম্যান্ডেলা নেই- যতদিন গ্রহপুষ্প র'বে নেলসন নেলসন বলে এ প্রজন্ম পতাকা উড়াবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।