আমাদের কথা খুঁজে নিন

   

ম্যান্ডেলা



ম্যান্ডেলা, পৃথিবীর মাটি আর মানুষের ভীড়ে তুমি মিছে আছো অপার অন্তর্লীন তুমি প্রতিদিন দোল দাও পৃথিবীর হৃদয়ে সেই দোলে ফুসেঁ উঠে সমস্ত বিশ্ব। ম্যান্ডেলা, তুমি জীবন্ত জ্বলন্ত আদর্শ সামনে আমাদের তুমি এক বিরল বিকল্প অঙ্কের গাণিতিক সূত্র তুমি কী করে সাতাশ বছর অন্তরীণ ছিলে তুমি কি সবটা প্রহর কাটিয়ে দিয়েছো ঘুমে না কি ছিলে শুভ্রতার সাধনায় মগ্ন। আমি তোমার ছবি বুকে ধরে নগরীর পথ হাটিঁ আর তাকাই আফ্রিকার আকাশ দেখি একটি চাঁদ জ্বল জ্বল জ্বলছে চিরকাল যে চাদেঁর আলো ক্ষয় হয় না এতটুকু বরং উজ্জ্বল হয় দিনে দিনে। সাতাশটি বসন্ত তোমার ফাগুণে ফোটেনি কোনো ফুল আমরা ভেবেছিলাম তুমি অপাংক্তেয় উষর অথচ তুমি যে কেমন উর্বর শান্তিতে নোবেলটা ছিনিয়ে নিয়ে দেখিয়ে দিলে তোমার সংগ্রাম তোমার উর্বরতা। বিশ্বের মানচিত্রে আজ তুমি আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় বিরল এক অনুসন্ধিৎসু বিজয়ীসেনা। ২৪.১০.২০০১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।