আমাদের কথা খুঁজে নিন

   

একদল উদ্দীপ্ত তরুণ ও সম্ভাবনা - শীতবস্ত্র বিতরণ ২০১৩-১৪

mail.aronno@gmail.com

চট্টগ্রামের একদল উদ্দীপ্ত তরুণ দুস্থ ও অসহায় মানুষের সহায়তা ও তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ শুরু করেছে, এবং ২০১২ সালে কার্যক্রম শুরু করার পর ইতিমধ্যেই তারা বেশ কিছু জনসেবামূলক কার্যক্রমের আয়োজন করেছে, যার মধ্যে গণসচেতনামূলক র‌্যালী, শীত বস্ত্র বিতরণ, সবার জন্য ঈদে নতুন জামা ইত্যাদি উল্লেখযোগ্য,যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। এরা আরও অনেক কিছু নিয়েই ভাবছে, কিন্তু শেষ অব্দি যা হয়, যথাযথ প্রেরণা ও সহযোগিতার অভাবে একসময় সব হারিয়ে যায়। এছাড়াও রয়েছে আভ্যন্তরীণ কোন্দল, যা এইসব কার্যক্রমকে নানাভাবে ব্যাহত করে। বর্তমানে দেশের চরম অস্থিতিশীল পরিবেশ ও রাজনৈতিক ডামাডোলের কারণে এবার যেন দুস্থ ও অসহায় মানুষের কথা চাপা পড়ে গেছে, নতুবা প্রতিবছর এ সময় সারাদেশে শীতবস্ত্র বিতরণের দারুণ আয়োজন জোরোসোরেই শুরু হয়ে যায়। দেশের এই দারুণ পরিস্থিতিতেও তরুণের এই দলটি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, এবং পরবর্তী কার্যক্রম সুষ্ঠভাবে পচিারলনার জন্য ফান্ড ক্রাইসিসে ভুগছে। এখন আমরা চাইলেই পারি এদের তথা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে, কেন না খুব বেশি অর্থ এদের প্রয়োজন নেই। তাই সবাইকে অনুরোধ করছি, এদের উদ্বুদ্ধ করতে এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে। আর কেউ যদি এদের জন্য একটি স্পন্সর জোগাড় করে দিতে পারেন, তবে হয়ত আরও সুষ্ঠ ও সুন্দরভাবে এরা তাদের এইসব কার্যক্রম সমাধা করতে পারত। এ আমার চিরকালীন বিশ্বাস, শেষ অব্দি কেবল তরুণরাই পারে সমাজ তথা পৃথিবীর সার্বিক রূপ বদলে দিতে। যোগাযোগঃ Imam Hossain - 01816 910747 Imtiaj Uddin Jehad - 01838 252612 Sabbir Ahmed - 01676 074359 Adnan Mahmud - 01830 138181 Shining Youth Club Chittagong (SYCC) Webpage: https://www.facebook.com/syccbd?ref=br_tf Center for Leadership Assistance and Promotion (CLAP) Webpage: https://www.facebook.com/clapbd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.