গতকাল পার হলো বাবরি মসজিদ ধ্বংসের ২১ বছর। ১৯৯২ সালের এই দিনে ভারতের উত্তর প্রদেশের ফয়জাবাদে অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে দেয় একদল উগ্র হিন্দু। ভারতীয় মুসলিমরা মনে করেন ২১ বছর পরও বাবরি মসজিদ ধ্বংসের সুবিচার হয়নি।
ষোড়শ শতকের ঐতিহাসিক এই মসজিদটির নির্মাতা ছিলেন ভারত-বর্ষের মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের ইরানি মন্ত্রী মির বাকি। তিন শতক পর এক ব্রিটিশ কর্মকর্তা দাবি করেন, মসজিদটি নির্মিত হয়েছিল একটি মন্দিরের ধ্বংসাবশেষের ওপর।
অযোধ্যায় শিয়া মুসলিম রাষ্ট্রের পতনের পর এই দাবি প্রচার করে ব্রিটিশ শাসকগোষ্ঠী। তবে হিন্দু ঐতিহাসিকদের লিখিত রাজপুত-ইতিহাসেও কখনো এমন দাবি করা হয়নি। ওই দাবি তোলার কয়েক দশক পর একদল উগ্র হিন্দু জাতীয় ঐক্য বিনষ্ট করার লক্ষ্যে গোপনে ওই মসজিদের একটি অংশে স্থাপন করে কয়েকটি মূর্তি। এরপর আদালতের রায়ের মাধ্যমে মসজিদটিকে অন্যায়ভাবে ভাগ করে দেওয়া হয় এবং আরও পরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ভারতের একদল অসাধু রাজনীতিবিদের উসকানিতে উগ্র হিন্দুরা এই দাবি তোলে যে, মসজিদটি নির্মিত হয়েছে রূপকথায় উলি্লখিত দেবতা রামের জন্মস্থানের ওপর।
অবশেষে আজকের এই দিনে উগ্র হিন্দুরা মসজিদটি ধ্বংস করে ফেলে। ফলে গোটা ভারতে ছড়িয়ে পড়ে হিন্দু-মুসলিম দাঙ্গা এবং এতে নিহত হয় দুই হাজারেরও বেশি মানুষ যাদেও বেশিরভাগই ছিল মুসলিম। আল জাজিরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।